শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ এপ্রিল ২০২৫ ১২ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে যদি ফ্লপ ক্রিকেটারদের তালিকা তৈরি করা হয়, তাহলে একনম্বরে থাকবেন ঋষভ পন্থ। ২৭ কোটি দিয়ে তাঁকে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার। কিন্তু নিট ফল শূন্য। একটি ইনিংস বাদে বাকি সব ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। অনেক আশা নিয়ে তাঁকে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছেন। নিজের পুরোনো দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুটো ম্যাচই হারেন পন্থ। জোড়া শূন্য করেন। রানের খাতাই খুলতে পারেননি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার সাত নম্বরে ব্যাট করতে নামেন দিল্লির অধিনায়ক। আব্দুল সামাদ, ডেভিড মিলার, আয়ুশ বাদোনিকে তাঁর আগে পাঠানো হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এত নীচে নামার ব্যাখ্যা দেন পন্থ। কিন্তু সেই যুক্তি স্পষ্ট ছিল না। এবার প্রশ্ন হল, সাত নম্বরে নামায় কি তাঁর সায় ছিল? নাকি শুধু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানতে বাধ্য হন লখনউয়ের অধিনায়ক? শূন্যতে আউট হয়ে ডাগআউটে ফেরার সময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় পন্থকে। ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং সুরেশ রায়না মনে করেন, তাঁর এই রাগ টিম ম্যানেজমেন্টের ওপর। তাঁকে এর নীচের দিকে ব্যাট করতে পাঠানোর জন্য। এমনকী বেঞ্চে লখনউয়ের মেন্টর জাহির খানের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় ঋষভকে।
রায়না মনে করেন, এই কথা কাটাকাটি তাঁর ব্যাটিং পজিশন নিয়ে। রায়না বলেন, '২০ ওভার বাকি আছে। তোমাকে উইকেটকিপিং করার পাশাপাশি নেতৃত দিতে হবে। তোমাকে দলকে জেতাতে হবে। জাহিরের সঙ্গে হয়তো সেই নিয়েই আলোচনা করছে। নয়তো কি বলছে? 'আমি তোমাকে বলেছিলাম, আমাকে পাঠাও।' কুম্বলে মনে করেন, পন্থের এইভাবে ক্ষোভ প্রকাশ করা উচিত হয়নি। এই প্রসঙ্গে কুম্বলে বলেন, 'এই পরিস্থিতি শান্তভাবে সামলাতে হবে। ও অধিনায়ক। এগুলো ইতিবাচকভাবে নিতে হবে। ক্ষোভ এবং রাগ পারফরম্যান্সে ফুটিয়ে তুলতে হবে।' তবে লখনউয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন তারকা। কুম্বলে জানান, পন্থকে এত নীচে নামানোর সিদ্ধান্ত ভুল। সেটা কোচ জাস্টিন ল্যাঙ্গারের হোক বা মেন্টর জাহির খানের।
নানান খবর

নানান খবর

এই অবস্থায় ইংল্যান্ডে গেলে নিজেও ডুববে, ভারতকে ডোবাবে, তারকা বোলারের ফর্ম নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন আকাশ চোপড়া

আইপিএলের নিলামে ২০ লক্ষ! স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন কোহলি

'এত কোহলির কাছেও নেই', মজার ছলে সূর্যবংশীকে ট্রোল সতীর্থের

প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে আরসিবির শঙ্কা বৃষ্টি, পয়েন্টের স্বপ্নে জল ঢালতে পারে আবহাওয়া

‘সবকিছুর একটা সময় থাকে’, একের পর এক হারে এবার প্রশ্ন ধোনির নেতৃত্ব নিয়ে

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের